রংপুর

ফুলবাড়ী উপজেলা কাল্ব এর দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৭:০০:২১ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী উপজেলা কাল্ব এর দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর দ্বিবার্ষকী নির্বাচনে খন্দকার আবুল হাসান মিলন চেয়ারম্যান ও হাছনুজ্জামান লাভলু সেক্রেটারী হিসাবে নির্বাচিত হয়েছে।

(২৩ নভেম্বর) শনিবার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাসরুমে সকাল ৯টায় উপজেলা সমবায় অফিসার মাজাহারুল ইসলাম প্রধান নিবার্চন কমিশনারের দায়িত্বে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। মোট ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬টি পদের বিপোরিতে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন, সেক্রেটারী পদে ২ জন, ট্রেজারার পদে ২ জন ও ডাইরেক্টর পদে ৪ জন মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। ৩৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে খন্দকার আবুল হাসান ১৫১ ভোট পেয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্¦ন্দি ওয়াহেদুন নবী ১০৭ ভোট পান। সেক্রেটারী হিসাবে হাছনুজ্জামান লভলু ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নজরুল ইসলাম ১৩১ ভোট পেয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মোছা. আফরোজ জাহান রেহেনুমা আক্তার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছা. পেয়ারা পাভিন ১৪৪ ভোট পান। অন্যান্যদের মধ্যে জগন্নাথ ট্রেজার হিসাবে,দয়াল চন্দ্র ডিরেক্টর ও মোয়াজ্জেম হোসেন ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কাল্ব এর চেয়ারম্যান আবুল হাসান মিলন বলেন, পর পর দুই বার আামার সম্মানিত ভোটারগন আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। সেজন্য আমি উপজেলার সকল শিক্ষকের কাছে ঋৃনি। আমাকের সহযোগীতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচন পর্যবেক্ষনে আসা জেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ বিকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনার সময় বলেন, এ উপজেলার মানুষ খুব ভদ্র। তাদের আচার আচরনে আমি মুগ্ধ। আজরে নির্বাচনে কোন প্রকার জঠিলতা ছিলোনা। সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে আমি খুশি প্রকাশ করছি।

আরও খবর

Sponsered content