প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৫:২৩:৩১ প্রিন্ট সংস্করণ
ভোলার ভেদুরিয়ায় প্রায় এক যুগেরও আগে নির্মিত একটি সেতুর বেহালদশার কারণে ভোগান্তিতে পড়েছে শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসী। ৭/৮ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জরাজীর্ণ সেতুটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পাতা ভেদুরিয়া ৮নং ওয়ার্ডে এই খালটির ওপর প্রায় এক যুগেরও পূর্বে এই সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের পাঁচ-ছয় বছর পর থেকেই সেতুর নিচের একটি স্পেন ডেবে যায়। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের সময় অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল।
সেতুর বেশ কিছু অংশও ধসে যাওয়ায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
হাজির হাটের বাসিন্দা আলতাফ হোসেন জানান, সেতুটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
ওই গ্রামের সাহেব আলী বলেন, ‘আমাদের দুই তিন ইউনিয়নের প্রায় ছয় সাত হাজার লোক এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতুটি বর্এতমানে এমন অবস্থা, এই এলাকার কোনো লোক অসুস্থ হয়ে পড়লে তাঁকে এম্বুলেন্সে করে হাসপাতালে নেবে সেই ব্যবস্থা পর্যন্ত নেই। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথাব্যথা নেই। কয়েক বছর যাবৎ শুনি সেতুটি মেরামত করা হবে, কিন্তু মেরামত কবে হবে তা কেউই বলতে পারে না।’
এলজিইডি ভোলা অফিস সুত্রে জানা যায় এ সেতুটি ২০০৪ অর্থ বছরে আবাসন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছিল পরবর্তী সময়ে একটি স্পেন ডেবে গেলে তা রক্ষনাবেক্ষনের জন্য এলজিইডি রক্ষণাবেক্ষণ প্রকল্পে দেওয়া হয়েছে কিন্তু সেখান থেকে অনুমোদন না হওয়ায় সেতুটি সংস্কার করা যাচ্ছে না।