চট্টগ্রাম

স্বর্ণ পাচারের অভিযোগে শাহ আমানতে অভিনেত্রীসহ গ্রেপ্তার দুই

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৬:৫২:৩১ প্রিন্ট সংস্করণ

স্বর্ণ পাচারের অভিযোগে শাহ আমানতে অভিনেত্রীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা এক অভিনেত্রী ও তার অপর পুরুষ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে ইএ১৪৮ ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অভিনেত্রী অনামিকা জুথী।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইএ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content