প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা,
দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুত চন্দনাইশের ডিজিএম প্রকৌশলী মো. আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলমগীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সদস্য আবদুল মান্নান, সাংবাদিক কমরুদ্দীনসহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান, সফল জননী, শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে তিন জয়িতাকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।