প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম সদরে ডাকুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে উত্তর ডাকুয়াপাড়া জামে মসজিদ মাঠে এ তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়।
মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসাবে তাফসীর পেশ করেন, হাফেজ মাওলানা মোজাম্মেল হক সিদ্দিকী।
দ্বিতীয় আলোচক হিসাবে তাফসীর পেশ করেন, মাওলানা মো. আনোয়ার হোসেন সাঈদি, তৃতীয় আলোচক হিসাবে তাফসীর পেশ করেন হাফেজ মো. ইলিয়াস আলী সহ অন্যান্য ওলামায়েকেরাম গণ।