প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৬:২৩:১৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সংখ্যাভিত্তিক সেবা দিয়ে লাভ নেই, মানসম্মত স্বাস্থ্য সেবা দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।”
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, “দেশের চিকিৎসকদের ওপর আস্থা না রেখে মানুষ দেশের বাইরে যাচ্ছে চিকিৎসা নিতে। এতে একদিকে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে অপরদিকে দেশ থেকে ডলার পাচার হয়ে যাচ্ছে। সেবার মান বৃদ্ধি করতে পারলে দেশের টাকা দেশেই থাকবে। এতে দেশ আর্থিকভাবে সামলম্বী হবে। আমাদের যে সম্পদ ও জনবল আছে তা যথাযথ ব্যবহার করে উন্নতমানের সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেবার মান বৃদ্ধি করার জন্য যা যা করার দরকার সব করবো। চন্দনাইশকে স্বাস্থ্যসেবায় স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে দেখতে চাই। সেবার মান বৃদ্ধি করে শহরমুখী রেফার রোগী কমিয়ে আনতে হবে। ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিকিৎসকদেরকে স্ব-স্ব অবস্থানে থেকে বিরতিহীনভাবে বহিঃ বিভাগে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হবে। অন্যথায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় তিনি ৫০শয্যা বিশিষ্ট চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩১শয্যা বিশিষ্ট দোহাজারী হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে দ্রুত সমাধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান ও দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- নাসির উদ্দিন বাবলু, দেলোয়ার হোসেন, শিবলী সাদিক কফিল, খালেদ রায়হান, এসএম রাশেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, জাবের বিন রহমান আরজু প্রমুখ।