দেশজুড়ে

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৭:২০:২৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস

পালিতবাগেরহাটে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের ডাক বাংলার মোড়ে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা  বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, বাগেরহাট প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে শহরের বদ্ধ্য ভূ’মিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্যে বলেন, এই দিনে আমরা জাতীয় বহু বুদ্ধিজীবীকে হারিয়েছি। যারা অত্যন্ত সুদূর প্রসারী জ্ঞানের অধিকারী ছিলেন।

মূলত দেশকে বিবেকহীন করার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। আজ আমরা তাদের গভীরশ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি যারা প্রাণ  দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন।বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আরও খবর

Sponsered content