প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটি তাদের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর এই র্যালির আয়োজন করবে।
ওই পোস্টে বলা হয়েছে, ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। র্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।