দেশজুড়ে

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জাতীয় আইম্মা পরিষদের দোয়া ও আলোচনা

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৬:২০:৫৭ প্রিন্ট সংস্করণ

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জাতীয় আইম্মা পরিষদের দোয়া ও আলোচনা

রাঙ্গামাটির দূর্গম লংগদুতে মহান বিজয় দিবস উদযাপন ও জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও জুলাই বিপ্লবের নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. খইরুল ইসলামের সঞ্চালনায় এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাপরিষদের সভাপতি মাওলানা মো. আমিনুর রশিদ পটিয়াবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিঃ দাঃ) মো. কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মোরশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নাছির উদ্দীন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভাঃ) এবিএস মামুন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা সভাপতি মো. সুমন তালুকদার প্রমুখ।

এসময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আবুল হাশেম, লংগদু উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ লংগদু উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুস আল হাবিবী, জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল মতিন, লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার প্রমুখ্য।বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকার উন্নয়ন ও অগ্রগতির বাণী শুনিয়ে মানুষের ভোটারাধিকার হরণ করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল, অবশেষে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের ফলে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এজন্য আমাদের ছাত্ররা রাজপথে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

যাঁরা শহীদ হয়েছেন আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি সকালে মিলে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে দূঃখ হলেও সত্য ইমাম সমাজের মূল্যাযন করা হয় না, দেশে প্রতিটা মসজিদের ইমামদের সরকারি ভাতার করতে হবে। এছাড়াও মুসলিম প্রধান এদেশের কিছু কতিপয় ব্যক্তি মুসলিম মহিলাদের বোরকা ও হিজাব পরিধানে বাঁধা সৃষ্টি করেন।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের আহবান জানান বক্তারা। শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টের বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হাশেম।

আরও খবর

Sponsered content