চট্টগ্রাম

বিজয়নগরে নানা আয়োজনে শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৬:৫৪:৩০ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ও অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ, বিজয়নগর থানা পুলিশ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের অফিসার সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। উপজেলা প্রশাসন এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, মাহমুদুর রহমান মান্না, স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুম, সহকারী কমিশনার ভূমি রাবেয়া আফসার সায়মা, বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মির্জা মুহাম্মদ হাছান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের নানা সেবা মূলক ২৭টি স্টলের ছয়দিন ব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by