প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৫:০৪:০৪ প্রিন্ট সংস্করণ
শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে আড়াই বছর বয়সী লিখন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর বান্দের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লিখন নালিতাবাড়ী শহরের নামা ছিটপাড়া মহল্লার কডু মিয়ার ছেলে। সে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল।
সূত্র জানায়, শিশু লিখন মায়ের সাথে তার নানা বাড়ি ফুলপুর বান্দের বাজার এলাকায় বেড়াতে যায়। সোমবার সন্ধ্যায় খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের খাদের পানিতে পড়ে মারা যায় লিখন। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা পানিতে মরদেহ দেখতে পান।