ঢাকা

গাজীপুর শালদহ নদীতে সিপ জাল দিয়ে মাছ ধরা ফাঁদ ।

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২১ , ৬:৫৮:২৭ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:

আবহমান গ্রামবাংলার রূপের মধ্যে সিপ জাল দিয়ে মাছ শিকারের দৃশ্যটি বেশ চিরচেনা। তবে সময়ের পালাবদলে এ সিপ জালে মাছ শিকারের দৃশ্য এখন খুব বেশি চোখে পড়ে না। স্থানীয়ভাবে এটি ‘সিপ জাল’ নামে মানুষের কাছে পরিচিত। বিশেষত, গ্রামের নদী খাল-বিলে এ জাল দিয়ে মাছ শিকারের দৃশ্য চোখে পড়ে।

সিপ জাল ব্যবহারের মাধ্যমে একজন জেলে খুব সহজে মাছ শিকার করতে পারেন। এর থলি বেশ বড়। খালের ব্যাসার্ধের ওপর নির্ভর করে ভেসাল কত বড় হবে। জালের সামনের প্রান্ত খাল বা বিলের পানির গভীর ছুঁয়ে মাছকে থলিতে বন্দি করে। তখন জেলে দুই হাত দিয়ে জালে ঢুকে পড়া মাছগুলোকে ঝাঁকাতে ঝাঁকাতে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন।

মাছ শিকারের দারুণ এ কৌশল বেশি চোখে পড়ে গাজীপুর সদর উপজেলায় পিরুজালী গ্রামে‌ শালদহ নদীতে। এ ছাড়াও আরো দেখা যায় দক্ষিণে পাইনশাইল, মির্জাপুর, সাকাশ্বর, নয়ানগর, চা বাগান , উত্তর দিকে পিরুজালী , হাটখোলা, ভেরাম তুলি, খাঁতাচূরা, এবং শালদহ ও তুরাক নদীতে। তবে আগের মতো সিপ জাল দিয়ে মাছ ধরার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

সিপ জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়। যেমন চিংড়ি, টেংরা, লইট্টা, পুঁটি, বাইলা, বাইমসহ নানান প্রজাতির মাছ। খাল-বিলে মাছ ধরার আরও অন্যান্য কৌশল থাকলেও এটি একটি স্থায়ী কৌশল। সিপ জাল স্থায়ীভাবে নির্মাণ করার জন্য জেলেকে হাজার টাকা বিনিয়োগ করতে হয়। জাল কেনা, সিপ জাল তৈরি করার জন্য বাঁশ, রশি কিনতে হয়। তবে বর্ষা ঋতুতে জেলেরা কেবল এ সিপ জাল দিয়ে মাছ ধরতে পারেন। শুষ্ক মৌসুমে নদী খাল-বিলে পানি না থাকায় তা সম্ভব হয়ে ওঠে না।

সিপ জালে মাছ ধরার মাধ্যমে অনেক জেলের জীবনে পরিবর্তনের ছোঁয়াও লেগেছে। সংসারে মাছের চাহিদা পূরণের পরেও সিপ জালে ধরা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন তারা। খালে সাধারণত জোয়ারের পর ভাটা পড়লে সিপ জাল পাতেন জেলেরা। এতে কম স্রোতে নদীর দিকে ফিরে যাওয়া মাছ জেলেদের জালে আটকা পড়ে। তবে ছোট মাছ ছাড়াও জেলেরা মাঝে মাঝে বড় বড় মাছও পেয়ে থাকেন সিপ জাল পেতে।

সদর উপজেলার হাটখোলা বাজার শালদহ নদীর সিপ জাল দিয়ে মাছ ধরা জেলেরা জানান, (সিপ জাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে তারা এ জাল দিয়ে মাছ ধরেন। সিপ দিয়ে মাছ ধরার জন্য ভাটার ওপর নির্ভর করতে হয়। জোয়ারে স্রোত বেশি, তাই জোয়ারে সিপ জাল দিয়ে মাছ ধরা সম্ভব হয় না।

 

আরও খবর

Sponsered content

Powered by