প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ৮:১৭:১৬ প্রিন্ট সংস্করণ
‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’- এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রসাশন ও জেলা কর্মসংস্থান, জনশক্তি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি টিটিসি প্রাঙ্গন থেকে বের হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। পরে টিটিসি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিকী, টিটিসি অধ্যক্ষ মো: সোহেল হোসেন। আলোচনা সভা শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এতে বিভিন্ন এনজিওসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধাসহ ১০ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।