দেশজুড়ে

সাংবাদিক দেখে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি 

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৪:১১:৪৩ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক দেখে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি 

সংবাদ সংগ্রহে মটরসাইকেলে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। অন্যদিকে আরেকটি মোটরসাইকেল চালিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে একই পথে মাদক পাচারকারী। সাংবাদিকের গাড়ী দেখে গাড়ীর গতি বাড়িয়ে ফেলে মাদক কারবারি এবং এক পর্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।  ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে।

তৎক্ষনাৎ কোনো উপায় না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। শুক্রবার (২০ ডিসেম্বর) শেষ বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর  দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।

থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content