প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৮:১৩ প্রিন্ট সংস্করণ
সুবিধা বঞ্চিত শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের আয়োজনে রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
কোডেকের সকাল ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সুজনের জেলা সম্পাদক হাসিবুর রহমান, ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন এনডিএফয়ের জেলা সভাপতি সাকির হোসেন, জেলা বিতার্কিক সমন্নয়ক আদীবা সুলতানা, টেকনিক্যাল অফিসার রাফি আহম্মেদ, শিক্ষক শরিফুল ইসলাম, ডক্যুমেন্টেশন অফিসার এস এম তানভির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কোমলমতি শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করে দেখাতে পারে। কিন্তু আমরা তাদের সুযোগ দিই না। প্রত্যন্ত গ্রামের কোমলমতি শিশুরা এতোকিছু উপস্থাপন করে দেখিয়ে দিয়েছে তারাও পারে। তাদের মধ্যে ঘুমিয়ে থাকা স্বপ্নকে জাগিয়ে দিতে পারলে, তারা হতে পারে এক এক জন দেশ সেরা বিজ্ঞানী।
পরে সুবিধা বঞ্চিত শিশুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন সামগ্রী দিয়ে ৬টি স্টল উপস্থাপন করে।