দেশজুড়ে

পিরোজপুর সদর উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৭ মে ২০২০ , ৯:১৪:৩৮ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৫৩০ টি পরিবারের মাঝে মৎস্য প্রানীসম্পদ মন্ত্রী রেজাউল করিমের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে 

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জীবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কেল আলী হাওলাদার, সহসভাপতি নারায়ন চন্দ্র ঢালী, ১নং ওয়ার্ড সভাপতি পংকজ কুমার সিকদার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাঈমসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে প্রাথমিক পর্যায়ে তার নির্বাচনী এলাকার ২৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার কর্মহীন মানুষের মাঝে ১৩ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় এবং এখন দ্বিতীয় পর্যায়ের ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by