চট্টগ্রাম

পটিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৭:৫৯:২৪ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা ইউনিয়নের মনসা হসপিটালের সামনে হানিফ বাসের ধাক্কায় এমএম ট্রাভেলস নামে একটি বাস খালে পড়ে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালের নেওয়ার পথে আরেকজন মোট দুইজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম, মুহাম্মদ সাবু (৬০) তিনি উপজেলার উত্তর হরিণ খাইন গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র, অপরজন ভোলা (৫০) তিনি মনসা এলাকার বিনানিহারা গ্রামের নুর নবীর পুত্র। এসময় আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে হানিফ নামের একজন গুরুতর আহন হন। স্থানীয়রা ভোরের দর্পণকে বলেন পটিয়া থেকে যাত্রী নিয়ে এমএম ট্রাভেলস চট্টমেট্রো -জ ১১-১২৯৯ এর একটি পরিবহণ চট্টগ্রাম শহরমুখী যাচ্ছিল। যাত্রী নেওয়ার জন্য মনসা হসপিটালের সামনে এসএম ইউসুফ সড়ক সংলগ্ন জায়গায় দাঁড়িয়েছিলো । কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি পিকনিক বাস পেছন থেকে ধাক্কা দিলে এমএম ট্রাভেলস এর বাস পাশ্ববর্তী খালে পড়ে যায়।

ঘটনাস্থলে থাকা সাবু ও পরে চিকিৎসাধীন অবস্থায় ভোলা মারা যান। এই বিষয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ওসি জসিম উদ্দিন জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।