দেশজুড়ে

লংগদুতে রং মিশিয়ে মাংস বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদন্ড

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ৭:৩১:২২ প্রিন্ট সংস্করণ

লংগদুতে রং মিশিয়ে মাংস বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদন্ড

রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে  গরুর মাংসে ক্যামিকেল রং মিশিয়ে মাংস বিক্রির দায়ে একজন ও অপর চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

আজ ২৮ ডিসেম্বর (শনিবার) বেলা সাড়ে বারোটায় উপজেলার মাইনীমুখ বাজারে সাপ্তাহিক হাটের দিনে মাইনীমুখ ঢাকাইয়া টিলার বাসিন্দা গরুর মাংস বিক্রেতা মনাইয়ার দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে মাংসে ভেজাল ক্যামিকেল রং পাওয়া যায় এবং তল্লাশি চালিয়ে ক্যামিকেল মিশ্রিত রংয়ের বোতল উদ্ধার করে জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক মাংসে ভেজাল মিশিয়ে বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী মনির হোসেন (মনাইয়া) কে ২০,০০০/=(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে একমাসের জেল প্রদান করা হয়। 

এসময় মাইনীমুখ বাজারের সার ও কীটনাশক বিক্রেতা মেসার্স আমিন স্টোরে অভিযান পরিচালনা করে সারের মূল্য তালিকা থেকে বেশি নেওয়ার দায়ে ব্যবসায়ী আলা উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক নগদ ১০,০০০/= (দশ হাজার)  টাকা, মেসার্স রোস্তম আলী স্টোরে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মোঃ রুস্তম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক নগদ ৩,০০০/= ( তিন হাজার) টাকা, মেসার্স নায়েব আলী স্টোরের মালিক মোঃ নুরুজ্জামানকে পেঁয়াজ ও আলু অতিরিক্ত দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক নগদ ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা এবং মেসার্স ইখওয়ান স্টোরের মো. কামরুল হাসান সোহেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক নগদ ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন। 

ভ্রাম্যমান আদালতের পক্ষে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মো. কফিল উদ্দিন মাহমুদ। 

আরও খবর

Sponsered content