ঢাকা

শীতার্তদের পাশে আশা বিশ্ববিদ্যালয়ের ল ক্লাব  

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৮:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

শীতার্তদের পাশে আশা বিশ্ববিদ্যালয়ের ল ক্লাব  

আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ল ক্লাবের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে। রবিবার ও সোমবার রাজধানীর শ্যামলীসহ বেশ কিছু জায়গায় এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশাইউবি ল ক্লাবের উদ্যোগে ২০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারা সবাই হতদরিদ্র। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে আইন অনুষদের ডীন-ইন-চার্জ মো: সাইফুল ইসলাম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সোফিয়া ইসলাম, জুনিয়র সহকারি রেজিস্ট্রার জিনাত তারাসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন প্রায়ই দরিদ্র মানুষকে বিভিন্ন সহযোগিতা করে আসছে।

আরও খবর

Sponsered content