বরিশাল

পাথরঘাটায় বিষধর সাপ অবমুক্ত

  প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৭:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় বন বিভাগের উদ্ধারকিত একটি বিষধর সাপ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে পাথরঘাটা পৌরসভার ১ এবং ৭ নম্বর ওয়াডে অবস্থিত সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
এর আগে সকালে কালমেঘা ইউনিয়নের গোটাবাছা জালিয়াঘাটা গ্রামের রহমান জমাদ্দার বাড়ির রান্নাঘরের নিচ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
ওই বিষধর সাপটিকে অবমুক্ত করেন বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মোঃ মহিদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন হরিণঘাটা বিট কর্মকর্তা আল আমিন, পিএম জহির, প্রহরী কবির হোসেন , ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার মোসাফে্ফর হোসেন বাবুল, যুব রেড ক্রিসেন্টের সদস্য বিকি শামীম প্রমুখ।
পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মোঃ মহিদুর রহমান বলেন, সকালে সংবাদ পেয়ে কালমেঘা ইউনিয়নের রহমান জমাদ্দারের বাড়ির রান্নাঘরের নিচ থেকে বিষধর সাপটিকে বন বিভাগের সদস্যরা উদ্ধার করে। সাপটিকে পাথরঘাটা পৌরসভার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by