দেশজুড়ে

লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৬:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ

লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩০ ডিসেম্বর (সোমবার)  সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন মাহমুদ (অঃদাঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু থানার ওসি (তদন্ত)  সরজিৎ দেব নাথ, লংগদু জোনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র ওয়ারেন্ট অফিসার রায়হান উদ্দিন, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান, প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন সহ  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।  

এতে বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করার পরামর্শ প্রদান করেন । এবং বাইট্টা পাড়া গোল চত্বরে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ ব্যবস্থা করার দাবি জানান লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন ।

এছাড়াও সভায় মাদক নিয়ন্ত্রণ ও বাল্য-বিবাহ রোধে  উদ্যোগ নেয়ার দাবি জানান বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ ফোরকান আহম্মেদ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content