প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৪:৪৯:১৮ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাস ভবনে মোরেলগঞ্জ পৌর ও থানা কমিটির বিএনপির নব নির্বাচিত কমিটির সংঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপি সদস্য সাইফযল আমীন কিসলু, বিএনপি নেতা আফজাল জোমামদ্দার, সাবেক ছাত্রদল নেতা এফ এম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল ফকির, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, যুবদল যুগ্ম আহবায়ক আব্বাস মুন্সি প্রমুখ।