প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৭:০৮:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামকে পিটিয়ে দল থেকে বহিষ্কার হলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবিচ শহীদুল ইসলাম শহীদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে ৬ ডিসেম্বর দুপুরে পাঁচলাইশ এলাকায় সন্তানকে স্কুলে দিতে গিয়ে মারধরের শিকার হন কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দিন। এ সময় জনসম্মুখে তাকে লাঞ্ছিত করে ফেসবুক লাইভ করেন স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরবর্তীতে দলের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিন্ধান্ত জানানো হয়।