ঢাকা

কোটালীপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৬:২২:১০ প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বছরের তুলনায় এ বছর পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বেশ তৎপর থাকতে দেখা গেছে। 

সোমবার (২৩ অক্টোবর) পূজার নবমী দিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম কোটালীপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আমিনুর রহমান, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আরিফ‌ হোসেন, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, কোটালীপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by