ময়মনসিংহ

সরিষাবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৬:৪৭:৪১ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

জামালপুরের সরিষাবাড়ীতে শাশুড়ির সাথে ঝগড়া করে শাবানা বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নিহত শাবানা বেগম রান্নার করার খড়ি নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া করে সন্ধ্যায় বিষ পান করে। পরে তার স্বামী রুহুল আমিন বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত শাবানা বেগম ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তর পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী। সে দুই সন্তানের জননী। তার বাবার বাড়ী মাদারগঞ্জ উপজেলার সিদুলি ইউনিয়নের মদন গোপাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

এ ব্যাপারে নিহতের স্বামী রুহুল আমিন জানান, বেগুন ক্ষেতে দেওয়া জন্য বিষ ঘরে রাখা ছিল। সেই বিষ অভিমান করে পান করে আত্মহত্যা করেছে আমার স্ত্রী। আমার স্ত্রীর একটু রাগ অভিমান বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর

Sponsered content