বাংলাদেশ

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল, শনাক্তে রেকর্ড

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৮:২২:৫০ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন রেকর্ড ১৬ হাজার ২৩০ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এটিই দেশে করোনায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ১৪ হাজার ৯২৫ জন।

এর আগে গত সোমবার একদিনে করোনায় ২৪৭ জনের মৃত্যু এবং ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ আসে ১৬ হাজার ২৩০। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। যেখানে গতকাল এ হার ২৮ দশমিক ৪৪ শতাংশ বলে জানানো হয়েছিল।

এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭০ জন। আর খুলনা বিভাগে ৩৪, চট্টগ্রাম বিভাগে ৬২, রাজশাহীতে ২১, বরিশালে ৯, সিলেটে ১৮, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭, বেসরকারি হাসপাতালে ৫৭ জন, বাসায় মারা গেছেন ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪৯ আর নারী ৮৮ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ১ জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৭৮ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৪ জন, ৪১–৫০ বছর বয়সী ৩৪ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১১ জন এবং ২১–৩০ বছর বয়সী ৯ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৭০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। আর মৃত্যু হয়েছে ২০ হাজার ১৬ জন করোনা রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

আরও খবর

Sponsered content

Powered by