প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ৪:০৮:০০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হওয়া লখপুর গ্রুপের রপ্তানিমুখি ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবীতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার শ্রমিক।
শুক্রবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় ওইসব প্রতিষ্ঠানের শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে তারা কাটাখালি মোড়ে অবস্থান নেয়।
মানববন্ধনে শ্রমিকরা জানান, বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় চাকরি করে তাদের সংসার চলতো। এখানকার বেতন দিয়ে আমাদের ছেলে-মেয়েদের পড়াশুনা হয়। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানা গুলো বন্ধ হয়ে যায়। যে কারণে আমাদের কয়েক হাজার শ্রমিক আজ পথে বসে গেছি।