প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৫:১১:৪৬ প্রিন্ট সংস্করণ
নাটোর লালপুরে এক আদিবাসী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার লালপুর থানার পুলিশ ওই যুবককে নাটোর আদালতে পাঠিয়েছেন বলে জানা গেছে। আটককৃত যুবক ডহরশৈলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়,সোমবার বিকালে আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ীর পাশের জমিতে ঘাস কাটতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, আটককৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।