দেশজুড়ে

বাগেরহাটের মোংলায় পাথরের স্তুপে ট্রলি উল্টে নিহত ২

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৩:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের মোংলায় পাথরের স্তুপে ট্রলি উল্টে নিহত ২

বাগেরহাটের মোংলায় পাথরের স্তুপে ট্রলি উল্টে রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২) নামের দুই কৃসকের মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছে আরও ৫ জন। আহতদের উদ্ধার করে খুলনায় এবং মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে দ্রুত গাতিতে আসা একটি ট্রলি গাড়ী মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তার উপর স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়।

এসময় ট্রলিটি উল্টে ঘটনাস্থালে চালকের মৃত্যু হয়। পরে মোংলা হাসপাতলে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারনে দেখতে না পেয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
নিহতরা হলেন রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইতলা ওয়াজেদ আলী শেখের ছেলে ও দিদার মোল্লা খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত্যু জাফর মোলার ছেলে।

আরও খবর

Sponsered content