রাজশাহী

পাঁচবিবিতে শত্রæতায় ফসলের ক্ষতি

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা ধাপপাড়ার মাঠে লাগানো আলুর বীজ পাওয়ার টিলার দিয়ে ক্ষতি করায় থানায় অভিযোগ হয়েছে। এতে আলুর বীজ, সার, কীটনাশক, আলু লাগনোর জন্য জমি তৈরি ও কৃষকের মজুরি বাবদ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হরেন্দা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ফেরদৌস আলম দীর্ঘদিন যাবৎ অন্যের নিকট থেকে বাৎসরিক টাকার বিনিময়ে (বায়না নামায়) জমি চাষাবাদ করে আসছিল। গত ২৮ নভেম্বর শনিবার একই গ্রামের আব্দুস সবুর ও তার ছেলে সানু, সাহজাহান ও মাসুদ, মৃত বিরাজের ছেলে দেলোয়ার ও আনোয়ার মিলে পাওয়ার টিলার দ্বারা আলুর বীজের ক্ষতি করে। খবর পেয়ে আলম ঘটনাস্থলে গেলে তারা অকথ্য ভাষায় গালমন্দ করে। জমিটি ক্রয়ে তারা বাধা দেয় এবং চাঁদা দাবি করে। থানার তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থল তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Powered by