দেশজুড়ে

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৩:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে জাহাজের মাস্টার মানোয়ার মোল্যা (৩২)।

রোববার সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার জাহাজের একজন মাস্টার। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার সময় কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সহস্রাইল বাজার থেকে ইজিবাইক ভাটিয়াপাড়া যাওয়ার পথে কলিমাঝি এলাকায় আসলে অপর দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এসময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যা নামের যাত্রীর মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর তিনজনের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গিয়েছে। এ বিষয়ে কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আরও খবর

Sponsered content