আন্তর্জাতিক

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৪:১০:৪১ প্রিন্ট সংস্করণ

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা থাকলেও তা ১১টা ১৫মিনিটে কার্যকর করা হয়। মূলত যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রকাশ করতে দেরি হওয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে বিলম্ব হয় এবং ওই সময়ে ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হন।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনের গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা থাকলেও তা ১১টা ১৫মিনিটে কার্যকর করা হয়। মূলত যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রকাশ করতে দেরি হওয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে বিলম্ব হয় এবং ওই সময়ে ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হন।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হামাসের পক্ষ থেকে আজ মুক্তি দিতে যাওয়া তিন জিম্মির নামের তালিকা পাঠানোর পর যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় নেতানিয়াহুর সরকার।

মুক্তি পেতে যাওয়া তিনজন জিম্মির মধ্যে একজন হলেন রোমি গোনেন। রোমির ভাই শাহফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি জানান।

২৪ বছর বয়সী গনেনকে ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসব থেকে জিম্মি করা হয়েছিল। সেদিন তার সাথে থাকা তার তিন বন্ধুকে খুন করা হয়।

মুক্তি পেতে যাওয়া বাকি দুজন হলেন- ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি।

এর আগে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, নামের তালিকা না পাঠানো পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আলজাজিরার লাইভে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন। গাজা সিটিতে নিহত হয়েছেন ছয়জন। রাফায় নিহত হয়েছেন একজন। এছাড়া আজকের এই ইসরায়েলি হামলায় ২৫ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরও খবর

Sponsered content