দেশজুড়ে

রাজশাহীতে ফেনসিডিলসহ যুবলীগ সভাপতি গ্রেফতার

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৭:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিলসহ রাজশাহী মহানগর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। গত সোমবার রাত ১টা ২০ মিনিটের সময় উপজেলার ধোপাঘাটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আমিনুল ইসলাম (৪২)। মহানগরের হেতেমখাঁ এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন ও বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই (সোমবার) রাতে উপজেলার ধোপাঘাটা বাজারে ফেনসিডিল বিক্রি করছিল আমিনুল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে । এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপু থানায় মামলা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by