দেশজুড়ে

ব‍্যাটমিন্টন টুর্নামেন্টে বাউফল প্রেসক্লাব চ‍্যাম্পিয়ন

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৪:১৩:০৫ প্রিন্ট সংস্করণ

ব‍্যাটমিন্টন টুর্নামেন্টে বাউফল প্রেসক্লাব চ‍্যাম্পিয়ন

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শহর আলী মৃধা বাড়ি যুবসমাজকে ৩-১ সেটে হারিয়ে বাউফল প্রেস ক্লাব চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার রাত ০৯ টায়  পৌর শহরের নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারসহ বিজয়িদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন তিনি। 

মো. নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, খেলার প্রধান সমন্বয়ক কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো.এমরান হোসেন সোহেল,বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রেস ক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন ও ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল প্রমুখ। এছাড়াও ক্রীড়াপ্রেমী সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন ও নাজিরপুর সুলতারাবাদ শহরআলী মৃধা রানার্স আপ অর্জন করে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহন করেন।

আরও খবর

Sponsered content