চট্টগ্রাম

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৬:২৫:৫২ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে-২৫’র শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. সাইফুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এসএম আলী নেওয়াজ চৌধুরী ইরান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ছৈয়দ মর্তুজা আলী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা হোছাইন হেলাল, তরবিয়ত সেক্রেটারী মাওলানা আইয়ুব ওসমানী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার নাজিম উদ্দিন, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশীদ ছানুবী, মাওলানা নেজাম উদ্দিন, ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন, শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক, প্রবাসী পারভেজ আলম প্রমুখ।

১০টি দলের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাম্বল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দলকে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দল ১-০ গোলে পরাজিত করে।

আরও খবর

Sponsered content