প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৬:২৮:১৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর বাউফলে ২৩ জানুয়ারি সড়ক দূর্ঘটনায় নিহত তরিকুল ইসলাম শরীফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে অটো ও মটর চালক শ্রমিকরা।
ওই সময় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করায় শতশত ঢাকা বরিশাল ও পটুয়াখালী যাত্রীরা দুর্ভোগে পরেন।
সকাল ১১টায় বাউফল ঢাকা মহাসড়কের বগা বন্দর সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক এ্যাডভোকেট মো. জাকির হোসেন। আয়োজিত কর্মসূচিতে আরোও বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী রোমানা বেগম, হোন্ডা চালক বেল্লাল কাজী ও কাওসার হোসেন। বক্তারা বলেন আসামী গ্রেফতার না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিবেন।