রংপুর

অতীতের নির্বাচন ব্যবস্থাকে একটা ধ্বংস স্তুপে পরিনত করা হয়েছে

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৮:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

অতীতের নির্বাচন ব্যবস্থাকে একটা ধ্বংস স্তুপে পরিনত করা হয়েছে

নিবার্চন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবঃ আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন , অতীতের নির্বাচন ব্যবস্থাকে একটা ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনুরুদ্ধারের নির্বাচন। যে নিবাচনে পরাজিত প্রার্থী হাসিমুখে বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবে,অভিনন্দন জানাবে।

তিনি বলেন, নিবার্চন শুধু নিবার্চন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচন কমিশন দিক নির্দেশনা দিতে পারে, পরিকল্পনা দিতে পারে,রুপরেখা দিতে পারে। বাস্তবায়নের দায়িত্ব মাঠ পর্যায়ে সবার। নির্বাচন কমিশনের অধীনে যার কাজ করবেন আইন শৃঙ্খলা বাহিনী,প্রশাসন এবং মাঠ পর্যায় যারা কাজ করবেন।

নির্বাচন কমিশনার বলেন,এখন একজন স্কুলের ছাত্র বোঝে গণতন্ত্রহীনতা আমাদের জাতীয় নিরাপত্তাকে কিভাবে হুমকীর মুখে ঠেলে দিয়েছে। ভোটবিহীন নির্বাচন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সামনের নির্বাচন শুধুই নির্বাচন এই নির্বাচন হবে সামনে নুতন পথচলার নির্বাচন। সুষ্ঠু নিবাচনের পূর্ব শর্ত হলো একটি সুন্দর ,স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা। নিবার্চন কমিশন নেই কাজটি করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম উপলক্ষ্যে তথ্যসংগ্রহকারী,সুপারভাইজার ও রেজিষ্ট্রেশন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবঃ আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) এসব কথা বলেন। দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মাসুদ আর মামুন, সিনিয়র নির্বাচন কর্মকতা কামরুল ইসলাম।

আরও খবর

Sponsered content