দেশজুড়ে

লংগদুতে রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইল ও টাকা ছিনতাই

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ

লংগদুতে রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইল ও টাকা ছিনতাই

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী বাজার রাস্তার কাজে চাঁদা চেয়ে চাঁদার টাকা না পাওয়ায়, কাজের লোকের মোবাইল ফোন সহ সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিস পত্র ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় জেএসএস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার  ৩নং গুলশাখালী ইউনিয়নের  চৌমুহনী বাজার থেকে যুবলক্ষীপাড়া-মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় সশস্ত্র সংগঠন জেএসএস  সন্ত্রাসীরা অস্ত্র মূখে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী রাস্তার কাজের লোকদের টাকা পয়সা, ৬ টি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে স্থানীয়রা  জানান , সন্ত্রাসীরা প্রায় সময় সশস্ত্র অবস্থায় এলাকায় এসে বাঙ্গালীদের উপর অত্যাচার করে আসছে এবং  অস্ত্রসহ মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এনিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উক্ত কাজের ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করেছিল, আমরা টাকা দিতে না পারায় আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্র সহ এসে আমাদের ৬ জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়।

স্থানীয়দের দাবী, লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবির ক্যাম্পে পাশাপাশি পরিত্যক্ত ক্যাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবী এলাকার সাধারণ পাহাড়ী-বাঙ্গালীদের।

আরও খবর

Sponsered content