দেশজুড়ে

বঙ্গোপসাগরে নৌকাডুবি : ৪ জেলের সন্ধান এখনো মেলেনি

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ১:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

পুরোনো ছবি

ভোরের দর্পণ অনলাইন:

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও চার জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। গত ৪ অক্টোবর কুতুবদিয়া উপকূলে ৩৪ জন মাঝিমাল্লা নিয়ে ছগির মাঝির ফিশিং বোটটি ডুবে যায়।

নিখোঁজদের তিনজন চট্টগ্রামের বাশখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। অপরজনের বাড়ি নগরের কাট্টলী এলাকায়।

সূত্র জানায়, সাগরে মাছ ধরতে গেলে অন্য জেলের সঙ্গে বাঁশখালীর জেলেদের বিরোধ ঘটে। এতে মাছ ধরার বড় একটি নৌকা ছগির মাঝির নৌকাকে ধাক্কা দিলে মাঝি-মাল্লাসহ নৌকাটি সাগরে ডুবে যায়। এ সময় ওই নৌকায় ৩৪ জন জেলে ছিলেন।

পরে তিনজনের লাশ উদ্ধার করে বাঁশখালী উপকূলে আনা হয়। আশপাশের বোটের লোকজন ২৭ জনকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ ওই চার জেলে।

বাঁশখালীর শীলকুপ এলাকার নিখোঁজ জেলে কবির আহমদের পরিবার জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা নৌকার মালিক মো. ছগীরের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি তাদের আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। কারণ ডুবে যাওয়া নৌকার কয়েকজন অন্য একটি নৌকায় রয়েছেন বলে তারা জেনেছেন। তাই ১৪ অক্টোবর সাগরে মাছ ধরা বন্ধ হলে নৌকাগুলো ঘাটে ফিরলেই জানা যাবে তারা বেঁচে আছে কি-না।

এখন সে প্রতীক্ষায় দিন গুনছে চার জেলের পরিবার।

আরও খবর

Sponsered content

Powered by