প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে আঘাতপ্রাপ্ত একটি বন্য হাতি মারা গেছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায় বলে নিশ্চিৎ করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। পরদিন রবিবার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।
বন বিভাগ আরও জানায়, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। পরে হাতিটিকে যথা নিয়মে মাটিতে পুঁতে ফেলা হয়।
জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরও বলেন, ‘মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি এবং এর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
সূত্রে জানা যায়, ‘চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জের আওতায় বাঁশখালীর পাহাড়ী অঞ্চলে প্রায় ৪০টি হাতি রয়েছে। খাদ্যের সন্ধানে প্রায় সময় হাতির পাল পাহাড়ের পাদদেশে এমনকি লোকালয়ে চলে আসে। এ পর্যন্ত বাঁশখালীতে বিগত দশ বছরে বিভিন্ন ঘটনায় ১৫টি হাতির মৃত্যু হয়েছে।