ঢাকা

ইসলামী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবিতে জবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান 

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২২:৪২ প্রিন্ট সংস্করণ

ইসলামী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবিতে জবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান 

৫ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র আন্দোলন জবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

আজ ০৯ ই ফেব্রুয়ারি (রবিবার) বৈষম্যমূলক সিদ্ধান্ত সংশোধন ও ন্যায়সঙ্গত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম স্যারের নিকট স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র আন্দোলন ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহীদ এবং সহ সভাপতি মোফাচ্ছেল হোসাইন সৈকত ও অন্যান্য নেতৃবৃন্দ । 

স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ হলো:

১. বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বিদ্যমান বৈষম্যমূলক পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।

২. সহিংসতায় জড়িতদের বহিষ্কার: নিষিদ্ধ ঘোষিত  ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী  বহিষ্কার করতে হবে।

৩. ফ্যাসিবাদের সহযোগী শিক্ষকদের বিরুদ্ধে  প্রশাসনিক ব্যবস্থা: যে সকল শিক্ষক এখনো ফ্যাসিবাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৪. শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অগ্রাধিকার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

৫. ত্রিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা: বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা শিক্ষার্থীদের কাছে পেশ করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহীদ বলেন, “আমরা মনে করি আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যোক্তিক। প্রশাসন সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আশা করছি।”

আরও খবর

Sponsered content