দেশজুড়ে

অপারেশন ডেভিলহান্টে পুলিশের অভিযানে বাগেরহাটে আটক ২৭

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২২:০৪ প্রিন্ট সংস্করণ

অপারেশন ডেভিলহান্টে পুলিশের অভিযানে বাগেরহাটে আটক ২৭

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব (৬২) সহ ২৭ জনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বেশীর ভাগই জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ। গত বছরের আগষ্ট মাসে আওয়ামীলীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশকয়েকটি মামলা হয়। সেই সব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সাহেবকে সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান সাংবাদিকদের বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে রোববার গভীররাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেফতার করা হয়। এসব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কাজী শাহিদুজ্জামান বলেন, বাগেরহাট জেলা পুলিশ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্ঠায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও খবর

Sponsered content