প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৩:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মিরসরাই কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই কলেজ ছাত্রদল নেতা নাজিম সিদ্দিক, নাঈম সরকার ও নূর হোসেন সহ অন্যান্যরা।
সমাবেশে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মিরসরাই উপজেলায় কোন ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসীদের স্থান হবে না। মিরসরাই পৌরসভা এলাকায় কোন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন বা অন্য কোথাও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ হলে তার বিরুদ্ধে সজাগ থাকবে ছাত্রদলের কর্মীরা। একই সাথে কর্মীরা নিজেরা সকল ধরনের মাদক থেকে বিরত থাকবে এবং মাদক নিমূল জাগ্রত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা মিরসরাইকে শান্তির জনপদে পরিণত করতে চাই বলেও অভিমত দেন তিনি।