রংপুর

উলিপুরে পবিত্র শবে বরাত পালিত

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে পবিত্র শবে বরাত পালিত

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। পবিত্র শবে বরাতের মাহিনায় ছবক, শিক্ষক সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় পবিত্র শবে বরাত উপলক্ষে ছাত্রদের ছবক, শিক্ষক সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র শবে বরাত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বজরা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাও. মো. আব্দুল আখের।

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মুহাঃ হাবিবুল্লাহ আজাদী সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাকরের হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও. মো. তাওহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মালেক, মোস্তাফিজার রহমান, মাওলানা মো. জুনাইদুল্লাহ ও রাজু মিয়া প্রমুখ। আরজগুজারে মাওলানা মো. আছাদুল্লাহ জিহাদী সাহেব।

আরও খবর

Sponsered content