ঢাকা

আশুলিয়ায় আল-আক্বসা হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৫:৫৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় আল-আক্বসা হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

আশুলিয়ায় আল-আক্বসা হিফয মাদরাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বসুন্ধরা হাউজিং মাঠে শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে এ ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থী হাফেজ মো: আব্দুল্লাহ আল আবিরকে পাগড়ি প্রদান ও অতিথিবৃন্দ সহ অন্যান্য মেধাবী শিকার্থীদেরকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। সেই সাথে ১৭জন কোমলমতি  শিক্ষার্থীদেরকে সবক দেওয়া হয়ছে।

প্রধান অতিথি তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসার প্রিন্সিপাল  মোহাম্মদ আব্দুল মোমেন এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-আক্বসা হিফয মাদরাসার প্রিন্সিপাল মো: ইব্রাহিম সাদেকী।

শিক্ষা প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মুহাম্মদ শহীদুল ইসলাম, এসএম রাকিবুল হক এর সঞ্চালনায় ও ভাইস-প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক মো: আমিরুল ইসলাম।

এছাড়া অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content