প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি আজ অতীত, গুম-খুনের রাজনীতিকে এদেশের জনগণ আজ বিদায় জানিয়েছেন। তাদের গুমের শিকার হয়ে আমি ৭ বছর বন্ধি ছিলাম, বাবাকে হারিয়েছি। বাবার শূন্যতা পূরণ করতে আমার মত ১০টা হুম্মামের পক্ষেও সম্ভব নয়। আপনাদের ভালবাসা আমার পরিবার কোনদিন ভুলতে পারবেনা। আমার দাদা ফজলুল কাদের চৌধুরী কুমিল্লা থেকে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমার বাবার হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সব মিথ্যা মামলার বিচার হবে ইনশাল্লাহ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় পৌরসভা অডিটোরিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু তালেব, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহম্মদ, বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ইলিয়াস সিকদার, জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, জেলা যুবদলের সহ সভাপতি শাহেদ কামাল, যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল, উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলা, এখতেয়ার হোসেন, সৈয়দ নুর, প্রকৌশলী নাসির উদ্দিন, জিয়া মঞ্চ কেন্দ্রিয় সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হালিম, সহ সভাপতি জিয়াউদ্দিন কাদের, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, সহ আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খাঁন, সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, রাঙ্গামাটি জেলা জিয়া মঞ্চ সভাপতি সাজাই প্রু মারমা, উত্তরজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।