চট্টগ্রাম

সাংবাদিকদের সাথে কাজী বেলাল উদ্দিন-আলতাফ পরিষদের মতবিনিময়

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:১৬:২৯ প্রিন্ট সংস্করণ

সাংবাদিকদের সাথে কাজী বেলাল উদ্দিন-আলতাফ পরিষদের মতবিনিময়

চট্টগ্রাম নগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দি চিটাগাং কো–-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী বেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ প্রার্থী সৈয়দ আলতাফ হোসেন আলীসহ পরিষদের অন্যান্য প্রার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় করেন তারা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে প্রার্থীরা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১০টি পদে প্যানেল ঘোষণা করেছেন। এতে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ দিতে চট্টগ্রাম নগরীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যাতে পুরো প্যানেল জয়যুক্ত হয়। এ সময় প্যানেলের সম্পাদক পদপ্রার্থী কাজী বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দ আলতাফ হোসেন আলী, সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আজিম, প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মাহবুবুল আলম, লায়ন মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মোস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ নেওয়াজসহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।