রংপুর

খানসামায় জরিমানা ও মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৪:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করার অপরাধে দিনাজপুরের খানসামায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ১২ জন ব্যক্তিকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্ম‚ল) আইন- ২০১৮ অনুযায়ী উপজেলার খানসামা বাজার, ঘাট পাড় ও পাঁচপীর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। এ বিষয়ে ইউএনও আহমেদ মাহববু-উল-ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেকের মাস্ক পরা উচিত।

জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by