চট্টগ্রাম

চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদরস্থ শাহ্ আমিন পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এরপর পর্যায়ক্রমে চন্দনাইশ থানা, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

আলোচনায় অংশ নেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি প্রমুখ।

আরও খবর

Sponsered content