বাংলাদেশ

‘করোনা নেগেটিভ সনদ ছাড়া কেউ বিমানে উঠতে পারবেন না’

  প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ১২:৪৬:১৮ প্রিন্ট সংস্করণ

আগামীতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে উঠতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। একটি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ পরীক্ষা ও সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই)  মন্ত্রী আরও বলেন, ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো দুঃখজনক। তবে ফেরত পাঠানো বাংলাদেশিরা কবে নাগাদ দেশে ফিরবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, যারা বাইরে যায়, তাদের নিজেদেরও তো দায়দায়িত্ব আছে দেশের মান ধরে রাখার। দেখেন এই ফ্লাইটটা বন্ধ হয়ে গেলো। এখানে অনেকে আছেন যারা ইতালিতে কাজ করেন। তারা না যেতে পারলে কাজ চলে যায় কিনা ভয় আছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, ওটার সার্টিফিকেট হবে অনুমোদিত। কোভিড ভাইরাসের অন্য সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না।’

আরও খবর

Sponsered content

Powered by